মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন গোলাপগঞ্জের যুবক। নিহত যুবক জামিল আহমদ রাহি (৩৬) উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল (ভাড়েরা) গ্রামের ফারুক আহমদের পুত্র।
জানা যায়, আজ বুধবার (৭জানুয়ারি) ভোর রাত বাংলাদেশ সময় সাড়ে ৪টার দিকে মাইক্রোবাস দূর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই মেহেদি হাসান।
উল্লেখ্য, রাহি দীর্ঘ ১৪বছর ধরে বাহরাইনে আছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন।
তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।