সিলেটের জিন্দাবাজারে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অভিযানে দুটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর জিন্দাবাজারস্ত সরকারি অগ্রগামী বালিকা বিদ্যালয়ের সামনের ফুটপাতে অবৈধভাবে পার্কিংয়ের অভিযোগে এই ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া সিলেট মহানগর পুলিশের এক কর্মকর্তা।
তিনি জানান, অবৈধ পার্কিং বিরোধী অভিযান চলাকালে একটি লেগুনাকে আটক করা হয়েছে। সেটি ডাম্পিংয়ে পাঠানো হবে। লেগুনাটির নম্বর হচ্ছে সিলেট-ছ-১১-১৮৩৬।
আর মিনিবাসটি হচ্ছে টায়োটা কোম্পানির একটি নোহা যার নম্বর ঢাকা মেট্টো চ-১৫-১৭২২। আগের একটিসহ মিনিবাসটি মোট জরিমানা করা হয়েছে ৬ হাজার টাকা।
উল্লেখ্য, সিলেট মহানগরীর যানজট নিরসনে গত কিছুদিন ধরেই ফুটপাতে গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সিলেট মহানগর পুলিশ। নগরীর বিভিন্ন স্থানে প্রায়ই অভিযান চালাচ্ছে তারা। একইভাবে ভাসমান ছোটো ব্যবসায়ীদের বিরুদ্ধেও চলছে অভিযান।