শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬
শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ভারতীয় পণ্যসহ দুই নারী চোরাকারবারি আটক

দক্ষিণ সুরমায় ভারতীয় পণ্যসহ দুই নারী চোরাকারবারিকে আটক করা হয়েছে। 

আটককৃতরা হলেন, যশোর জেলার বেনাপোল থানার ভবেরবের এলাকার আব্দুল সাত্তারের স্ত্রী লিপি খাতুন (৪০) এবং যশোর জেলার কোতোয়ালি থানার রায়নগর এলাকার রুবেল হাওলাদারের স্ত্রী হাসিনা খাতুন (২৪)।
আটককৃতদের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

মঙ্গলবার সকালে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় পণ্য চোরাচালানের অভিযোগে আটক দুই নারীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দুপুরে দক্ষিণ সুরমা থানা পুলিশ আটক দুই নারীকে আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, এর আগে রোববার রাতে দক্ষিণ সুরমা থানার চন্ডিপুল এলাকা থেকে ভারতীয় পণ্যসহ ওই দুই নারীকে আটক করা হয়। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪৮ হাজার ৩৭৫ টাকা।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ভারতীয় পণ্যের মধ্যে কিটকেট চকলেট ও পন্ডস ক্রিম রয়েছে।

এই সম্পর্কিত আরো