সিলেট অঞ্চলে শীত ও কুয়াশা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
এদিকে ঘন কুয়াশার ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপথ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, সিলেটে চলমান মৃদু শৈত্যপ্রবাহে এবং ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি তুলনামূলক বেশি থাকতে পারে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আরও বলা হয়, সোমবার সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ, আর সন্ধ্যা ৬টায় ছিল ৭৮ শতাংশ। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে সকাল ৬টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৭ মিনিটে।