শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬
শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

উপদেষ্টা ফাহিম চৌধুরীর মন্তব্যে ক্ষোভ, সিলেটের ম্যাচ ‘বর্জনের ঘোষণা’ সাংবাদিকদের

এবারের বিপিএল-এ সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম চৌধুরী একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে কিছু সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

ফাহিম চৌধুরীর ওই স্ট্যাটাসকে আপত্তিকর আখ্যা দিয়ে তারা সিলেটের মাঠে চলমান সিলেট টাইটান্সের ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছেন।

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) বিকেলের দিকে ফাহিম আল চৌধুরী ভেরিফাইড পেইজে এই পোস্ট করেন।

সেখারে ফাহিম আল চৌধুরী লেখেন- ‘অন্তত আমি তো কিছু ভিউ ব্যবসায়ীকে দু’মুঠো ভাত জোটানোর সুযোগ করে দিয়েছি! ওদের একটাই চাকরি, নেগেটিভ কথা ছড়িয়ে ভিউ কামানো, কারণ পজিটিভ করলে তো পেটই চলবে না! নেগেটিভ ভিউ হোক আর পজিটিভ কাজ হোক, পেট যেন ভরা থাকে!☺️’

তার এই বক্তব্যের প্রতিবাদে সিলেটে স্টেডিয়ামে দায়িত্বরত সাংবাদিকরা সিলেট টাইটান্সের আজকের ম্যাচ বয়কট করার ঘোষণা দেন।

এসময় তারা বলেন, ফাহিম চৌধুরীর এমন বক্তব্য দৃষ্টি কটু। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে সকলের কাছে ক্ষমা চাইতে হবে এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা তার বক্তব্য মুছে ফেলতে হবে। যদি তিনি ২৪ ঘন্টার ভেতর যদি ক্ষমা না চান তাহলে সিলেট টাইটান্সের সকল ম্যাচ বয়কট করা হবে।

এ প্রসঙ্গে ফ্রি ল্যান্স ক্রীড়া সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর রিয়াসাদ আজিম ফেসবুকে লিখেন- ‘সিলেট টাইটান্স উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর আপ'ত্তিকর মন্তব্যের জেরে সিলেটের আজকের সহ সকল বিপিএল ম‍্যাচ, প্র‍্যাকটিস, সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত সাংবাদিকদের। ২৪ ঘন্টার মধ‍্যে প্রকাশ‍্যে ক্ষমা না চাইলে বিপিএলে সিলেট টাইটান্সের সকল ম‍্যাচ, প্র‍্যাকটিস, প্রেস কনফারেন্স বয়কটের সিদ্ধান্ত।’

প্রসঙ্গত, সম্প্রতি সিলেটে এসে সাংবাদিকদের সাথে আলাকালে ফাহিম বলেন, বিএনএল গোনার টাইম নাই। আমি আইপিএল নিয়ে চিন্তা করি।’

এই সম্পর্কিত আরো