শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬
শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

‘স্বশিক্ষিত’ এমএ মালিকের পেশা ‘কিছুই না’

সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির চেয়ারর্পাসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক।

নির্বাচন কমিশনে মনোনয়পত্রের সাথে জমা দেওঢা হলফনামায় নিজেকে ‘স্বশিক্ষতি’ হিসেবে উল্লেখ করেছে মালিক। আর পেশা হিসেবে লিখেছেন ‘কিছুই না’।

গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেয়া তার হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাজ্য প্রবাসী মালিক বিগত আওয়াী লীগ সরকারের বিরুদ্ধে প্রবাসে থেকেও বেশ সোচ্ছার ছিলেন। তবে তার বিরুদ্ধে কোন মামলা নেই।

এমএ মালিক নিজের পূর্বের পেশা হিসেবে উল্লেখ করেছেন ‘প্রবাসী শ্রমিক’ আর বর্তমান পেশা ‘কিছুই না’। তার স্ত্রী বর্তমানে গৃহিনী। তবে আগে যুক্তরাজ্যে শিক্ষকতার সাথে জড়িত ছিলেন বলে হলফনামায় উল্লেক করেছেন।

পেশা ‘কিছুই না’ হলেও মালিকের কাছে বড় অংকের নগদ টাকাই রয়েছে। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী তার কাছে বাংলাদেশী ২ লাখ টাকা, ৭১ হাজার ৭শ’ ৭৩ দশমিক ৫০ মার্কিন ডলার ও ৬ হাজার ৭১০ বৃটিশ পাউন্ড রয়েছে।

নিজের কাছে নগদ প্রায় কোটি টাকা থাকলেও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ মালিকের স্ত্রীর কাছে নগদ টাকা আছে মাত্র ১ লাখ!

তার আয়ের উৎস হিসেবে দেখিয়েছেন বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া থেকে বছরে ৭ লাখ ৮০ হাজা টাকা আয়। আর বিদেশে নির্ভশীলরা একই খাত থেকে আয় ২০ হাজার পাউন্ড আয় করেন।

এমএ মালিকের নিজের নামে রাজধানীর বনানীতে অ্যাপার্টমেন্ট রয়েছে। আর গ্রামের বাড়িতে রয়েছে যৌথমালিকানার বাড়ি।

এই সম্পর্কিত আরো