কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ১৯ নং দিলদারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক শিশু শিক্ষার্থীর সমাপনী পরীক্ষার উত্তরপত্র নিয়ে নয়-ছয় করার অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে। এনিয়ে দুই শিক্ষক একে-অপরের উপর দায় চাপানোর চেষ্টা করছেন। বিষয়টি জানাজানি হওয়ায় অভিভাবকসহ এলাকার মানুষের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, বিদ্যালয়ে প্রথম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল মাওয়া (তিন বিষয়ে ১৪৯ নম্বর) পেয়ে প্রথম স্থান অর্জন করে ২য় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। আরেক শিক্ষার্থী ফাহিয়া ইসলাম মানহা (তিন বিষয়ে ১৪৭ নম্বর) পেয়ে ২য় স্থান অর্জন করে ২য় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী জান্নাতুল মাওয়া ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাকিম এর মেয়ে।
এদিকে ২য় স্থান অর্জনকারী শিক্ষার্থী ফাহিয়া ইসলাম মানহার পিতা সিরাজুল ইসলাম স্বপন বিদ্যালয়ে মেয়ের প্রাপ্ত নম্বর দেখার জন্য প্রধান শিক্ষককে আবেদন করেন। এসময় প্রধান শিক্ষক নম্বর সম্ভলিত রেজিষ্ট্রার খাতা বের করে দেখেন যে, ফাহিয়া ইসলাম মানহার প্রাপ্ত নম্বরে কাটাছেড়া করা। মানহার ইংরেজী বিষয়ে ৫০ কেটে ৪৭ করে মোট প্রাপ্ত নম্বর ১৫০ এর স্থলে ওভারাইট করে ১৪৭ করা হয়েছে। তাৎক্ষণিক প্রধান শিক্ষক ইংরেজী উত্তরপত্র দেখানোর জন্য সহকারী শিক্ষক আব্দুল হাকিম ও নাজিয়া বেগমকে বলেন। কিন্তু সকল শিক্ষার্থীর উত্তরপত্র গচ্ছিত থাকলেও ফাহিয়া ইসলাম মানহার ইংরেজী বিষয়ের উত্তরপত্রটি পাওয়া যায়নি। এতেই নয়-ছয়ের বিষয়টি সন্দেহ হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাফিয়া বেগম প্রথম শ্রেণীর ইংরেজী উত্তরপত্র দেখেন এবং মার্কস দিয়েছেন। তিনি বলেন, ফাহিয়া ইসলাম মানহা ইংরেজী বিষয়ে ৫০ মার্কস পেয়েছে। তিনি সকল উত্তরপত্র স্কুলে জমা দিয়েছেন। উত্তরপত্র দেখেই রেজিষ্ট্রারে নম্বর তুলেছেন শিক্ষক আব্দুল হাকিম এবং নাজিয়া বেগম।
শিশু শিক্ষার্থী ফাহিয়া ইসলাম মানহার পিতা সিরাজুল ইসলাম স্বপন জানান, আমার মেয়েকে প্রথম থেকে ২য় স্থানে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে ইংরেজী উত্তরপত্রটি সরিয়ে দেওয়া হয়েছে। আমি খবর নিয়ে জেনেছি- আমার মেয়ে ইংরেজীতে ৫০ মার্কস পেয়েছে। তাকে ২য় বানানোর জন্য রেজিষ্ট্রারে নয়-ছয় করে ৫০ এর স্থলে ৪৭ লেখা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে যাবেন বলেও জানান।
স্থানীয় বাসিন্দা ও অভিভাবক মইনুল ইসলাম, জাবেদ, ওয়াসিম, ঝন্টুসহ অনেকেই জানান, এসব-তো সামান্য নয়-ছয়, এরচেয়েও ভয়ানক নয়-ছয় করা হচ্ছে এখানে। তাদের দাবী- এই বিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ এবং লেখা-পড়ার মানোন্নয়ন ফিরিয়ে আনতে হলে স্থানীয় বাসিন্দা সহকারী শিক্ষকদের বদলি করতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিফতাউল ইসলাম জানান, ক্লাস শিক্ষক সাফিয়া বেগম উত্তরপত্র জমা দিয়েছেন এবং রেজিষ্ট্রারে নম্বর তুলেছেন সহকারী শিক্ষক আব্দুল হাকিম এবং নাজিয়া বেগম। রেজিষ্ট্রারে অভারাইট দেখে এবং অভিভাবকের আবেদনের প্রেক্ষিতে উত্তরপত্রটি খুজতে গেলে আর পাওয়া যায়নি। মাত্র ৩০ মিনিটেই উত্তরপত্রটি গায়েব হয়ে যায়। যা আমার সার্ভিসে এই প্রথম। বিষয়টি তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তাকেও অবহিত করেছেন।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম জানান, তিনি প্রধান শিক্ষকের মাধ্যমে বিষয়টি জেনেছেন। উত্তরপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, এটি একটি রহস্যময় কাজ!। আমি দ্রুতই সরেজমিনে গিয়ে সবাইকে নিয়ে বসে বিষয়টি সমাধান করবো।