সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় চলমান ডেভিল হান্ট অপারেশন ফেইজ-২ এর আওতায় অভিযান চালিয়ে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মকবুল হোসেন (৪৫)। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তেলিয়াপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মোঃ হারিছ আলীর ছেলে এবং উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী জানান, বিশেষ ক্ষমতা আইনে সন্দেহভাজন আসামি হিসেবে মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে বুধবার দুপুরে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।