মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে প্রবীন শিক্ষক মোঃ নুর উদ্দিনকে অবসরকালীন বিদায়ী সংবর্ধনা

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৩ নং চারিকাঠা ইউনিয়নের অন্তর্ভুক্ত ৪২ নং নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ নুর উদ্দিনকে অবসরকালীন বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) বেলা ৩:০০ ঘটিকায় ৪২ নং নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে স্হানীয় এলাকাবাসী, স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে এই বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ জুলহাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট  জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশাদ। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সহকারী  জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রুহুল আমিন, জৈন্তাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, জেছিস এর নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ। 

এ সময় বক্তারা সংবর্ধনা অনুষ্ঠানে প্রবীন শিক্ষক মোঃ নুর উদ্দিনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, লালাখাল নিশ্চিন্তপুর এলাকায় ১৯৮৪ সাল থেকে এই প্রতিষ্ঠানের সাথে তিনি ওতোপ্রোতো ভাবে জড়ীত। এই এলাকায় ব্রিটিশ সরকার তৎকালীন সময়ে চা বাগান প্রতিষ্ঠা করে গেছেন। কিন্তু চা শ্রমিকদের শিশুদের জীবনমান উন্নয়নে দুর্গোম এই পাহাড়ি জনপদে স্কুল প্রতিষ্ঠা করা অনেকটা চেলেঞ্জিং ছিলো। নুর উদ্দিন সাহেব তার বলিষ্ঠ হাতে এই প্রতিষ্ঠানকে বেসরকারি থেকে পরবর্তীতে সরকারি প্রতিষ্ঠানে উত্তির্ন করতে অপরিসীম ভূমিকা রেখেছেন। 

শুধু তাই নয়, বরং জৈন্তাপুর উপজেলাকে সারা বাংলাদেশের দরবারে পরিচিতি লাভ করাতে তার এই প্রতিষ্ঠান মূখ্য ভূমিকা পালন করেছে। তা হলো ২০১০ সালে জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন ও ২০১২ সালে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে রানার্সআপ হওয়ার গৌরব অর্জনের মধ্য দিয়ে। 

এ সময় বিদায়ী প্রবীন শিক্ষক মোঃ নুর উদ্দিন তার বক্তব্যে আবেগ আপ্লূত কন্ঠে বলেন, এই যাওয়া আমার শেষ যাওয়া নয়। আমি আমার প্রতিষ্ঠানে আছি তবে শিক্ষক হয়ে নয় একজন শুভাকাঙ্ক্ষী হয়ে। এই প্রতিষ্ঠানে পরবর্তীতে যারা পরিচালনায় আসবেন সবাইকে মন উজাড় করে কাজ করার অনুরোধ জানান তিনি। তিনি বলেন, আমার সাবেক ছাত্র ছাত্রীরা আজ আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসাটুকু সবসময় যেন এই প্রতিষ্ঠানটির জন্য থাকে।

এ সময় স্কুলের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ হতে বিদায়ী শিক্ষককের হাতে সম্মাননা স্মারক, ফুলের তোঁড়া সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়। 

এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লালাখাল চা বাগানের ব্যবস্হাপক অলিউর রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক ফারুক আহমেদ আজাদ,শহিদ মিয়া,তাজুল হাসান,মন্জুর আহমেদ, বশির আহমেদ, চারিকাঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান, অনীল বিশ্বাস, আলতাফুর রহমান সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ,অভিভাবক সদস্য,প্রাক্তন শিক্ষার্থীরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

পরে একটি ফুল দিয়ে সাজানো জিপগাড়িতে করে বিদায়ী শিক্ষক মোঃ নূর উদ্দিনকে রাজকীয় ভাবে বিদায় জানানো হয়। 

এই সম্পর্কিত আরো