মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

‎নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় রোধে জামালগঞ্জে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

‎নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ, নিবন্ধনবিহীন ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রয় প্রতিরোধ এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধকল্পে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ বাস্তবায়ন সংক্রান্ত এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

‎‎মঙ্গলবার সকালে সুনামগঞ্জ ওষুধ প্রশাসন অধিদপ্তর কার্যালয় ও জামালগঞ্জ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আয়োজনে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,‎ ওষুধ প্রশাসন সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক, মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওষুধ প্রশাসন‎ সুনামগঞ্জ জেলা কার্যালয়ের ঔষুধ তত্ত্বাবধায়ক মিঠুন সাহা।

‎সভায় বক্তারা নকল ও ভেজাল ওষুধের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, এসব ওষুধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে অপ্রয়োজনীয় ও অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বাড়ছে, যা ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থাকে বড় সংকটে ফেলতে পারে। এজন্য আইন বাস্তবায়নের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

‎এসময় আরো উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আসাদ আল আজাদ, সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ, সহসভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার ও সভায় সংশ্লিষ্ট ওষুধ ব্যবসায়ী, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই সম্পর্কিত আরো