মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

মানসিক ভারসাম্যহীন এক মায়ের নবজাতক পেল কন্যাশিশু নতুন আশ্রয়

শিশু সংরক্ষণ আইনের আওতায় বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে মানসিক ভারসাম্যহীন এক মায়ের নবজাতক কন্যাশিশু নতুন আশ্রয় ও নিরাপত্তা পেয়েছে।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই ও লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ছয় মাসের জন্য একজন কাস্টডিয়ানের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিরুল হক খান, সহকারী কমিশনার ভূমি আব্দুর রহমান, থানার ওসি ওমর ফারুক ও সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী, শিক্ষা কর্মকর্তা নৃপেন্দ্র নাথ তালুকদার সহ আরো অনেকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার জানান, দত্তক গ্রহণে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে মোট ২০টি আবেদন গ্রহণ করা হয়। যাচাই-বাছাই শেষে চারজনকে উপযুক্ত অভিভাবক হিসেবে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। পরে লটারির মাধ্যমে এক প্রবাসীর স্ত্রী আয়শা বেগমের কাছে ছয় মাসের জন্য কাস্টডিয়ান হিসেবে শিশুটিকে হস্তান্তর করা হয়েছে।

 নির্ধারিত সময় শেষে আইনানুগ প্রক্রিয়ায় স্থায়ী অভিভাবকত্ব নির্ধারণ করা হবে।

এর আগে শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে বিয়ানীবাজার উপজেলার দুবাগ বাজার এলাকায় মানসিক ভারসাম্যহীন এক প্রসূতি নারী ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা প্রশাসনকে অবহিত করেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মা ও নবজাতককে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এই সম্পর্কিত আরো