মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের শোক

বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর)  বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামিম আহমদ সাক্ষরিত পত্রে সংগঠনের পক্ষে এই শোক জানানো হয়।

​শোকবার্তায় বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

​বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। বিশেষ করে গণতন্ত্র পুনরুদ্ধার, শান্তি প্রতিষ্ঠা, আর্থসামাজিক উন্নয়নে অদম্য সাহস, অবিস্মরণীয় ধৈর্য, অতুলনীয় ত্যাগ এবং নারী শিক্ষা ও নারী উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপসমূহ স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনসহ সকল মহলে এক শোকের ছায়া নেমে এসেছে।

​উল্লেখ্য,  মঙ্গলবার (৩০ ডিসেম্বর)   ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। কিডনি, হৃদরােগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত প্রায় এক মাস যাবত তিনি ঐ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

এই সম্পর্কিত আরো