আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির দুই প্রার্থীসহ মোট ছয়জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম দাখিল করেছেন।
বুধবার ২৯ ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত দিরাই উপজেলা প্রশাসন ভবনে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকারের কাছে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দীন চৌধুরী ও তাহির রায়হান চৌধুরী পাবেল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শিশির মনির, জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী শুয়াইব আহমদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী নিরঞ্জন দাশ খোকন এবং স্বতন্ত্র প্রার্থী ঋতেশ দেব ঝিনুক।
নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি তারিখে এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মনোনয়ন দাখিল শেষে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন গ্রহণসহ সব কার্যক্রম নির্ধারিত সময়সূচি মেনে সম্পন্ন করা হচ্ছে। প্রত্যেক প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত প্রতিটি ধাপ আইন ও বিধিমালা অনুযায়ী পরিচালিত হবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন অফিস চত্বরে প্রার্থী ও সমর্থকদের উপস্থিতি দেখা গেলেও সার্বিক পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করে।