আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। মনোনয়ন দাখিলের শেষ দিনে দেখা গেছে, ফরম সংগ্রহকারী প্রার্থীর তুলনায় মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীর সংখ্যা কিছুটা কমেছে। সিলেটের ছয়টি আসন থেকে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৪৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসনভিত্তিক মনোনয়ন দাখিলের চিত্র নিচে দেওয়া হলো:
সিলেট-১ আসনে সবচেয়ে বেশি উদ্দীপনা দেখা গেছে। এখানে ১০ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন এবং শেষ পর্যন্ত ১০ জনই তা দাখিল করেছেন। সিলেট-২ আসনে ১০ জন মনোনয়ন সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৯ জন। সিলেট-৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন, যার মধ্যে ৯ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সিলেট-৪ আসনে ৮ জন মনোনয়ন সংগ্রহ করলেও জমা পড়েছে ৭টি মনোনয়নপত্র। সিলেট-৫ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৬ জন প্রার্থী তা দাখিল করেছেন। সিলেট-৬ আসনে ৯ জন মনোনয়ন সংগ্রহ করলেও শেষ দিনে জমা দিয়েছেন ৬ জন প্রার্থী।
এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেন, মনোনয়ন দাখিলের শেষদিন পর্যন্ত ছয়টি আসনে মোট ৪৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও এর আগে ৫৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে শেষ পর্যন্ত ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়া থেকে বিরত ছিলেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, এখন দাখিলকৃত এই মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে। এরপরই চূড়ান্ত প্রার্থীর তালিকা নিশ্চিত হওয়া যাবে। সিলেটজুড়ে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে।