সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট-৬ আসন মনোনয়নপত্র দাখিল করলেন ৬ প্রার্থী সিলেট-৫ আসনে ভোটের লড়াইয়ে নামলেন ৬ হেভিওয়েট! দিরাই শাল্লায় বিএনপির দুই প্রার্থীসহ ছয়জনের মনোনয়ন ফরম দাখিল ‘নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে’ ভোটের রাজনীতির উত্তাপে ফুটছে মৌলভীবাজার–১: ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল সিলেটে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া সম্পন্ন : ৬ আসনে প্রার্থী ৪৭ জন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াস পত্নী লুনা ও পুত্র আবরার বৃহত্তর সুন্নী জোট প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীর মনোনয়ন দাখিল সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন কয়ছর এম আহমেদ
advertisement
সিলেট বিভাগ

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াস পত্নী লুনা ও পুত্র আবরার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ‘নিখোঁজ’ জননেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা এবং তাদের জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।

আজ সকালে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের কাছে তারা প্রথম মনোনয়নপত্র জমা দেন। পরবর্তীতে বিকেল পৌনে ৪টার দিকে বিশ্বনাথ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবীর কাছে তাহসিনা রুশদীর লুনা (বিএনপি মনোনীত) ও ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব (স্বতন্ত্র প্রার্থী) আলাদাভাবে তাদের মনোনয়নপত্র জমা দেন। এর আগে তারা ওসমানীনগর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছেও একইভাবে মনোনয়নপত্র হস্তান্তর করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাহসিনা রুশদীর লুনা বলেন, “আমি সকলের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করছি। দীর্ঘ ১৭ বছর পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। আমি প্রত্যাশা করি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারদের প্রতি আমার অনুরোধ, আপনারা দলে দলে কেন্দ্রে গিয়ে ধানের শীষকে বিজয়ী করবেন। এই নির্বাচনে বিএনপি জয়ী হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন—ইনশাআল্লাহ।”

ছেলের প্রার্থীতা নিয়ে ব্যাখ্যা: স্বতন্ত্র প্রার্থী হিসেবে বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবের মনোনয়নপত্র জমাদানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লুনা বলেন, “এটি কেবল একটি কৌশলগত সিদ্ধান্ত (Strategic move) মাত্র।”

উল্লেখ্য, সিলেট-২ আসনে ইলিয়াস আলীর পরিবারের সদস্যদের এই অংশগ্রহণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এই সম্পর্কিত আরো

সিলেট-৬ আসন মনোনয়নপত্র দাখিল করলেন ৬ প্রার্থী

সিলেট-৫ আসনে ভোটের লড়াইয়ে নামলেন ৬ হেভিওয়েট!

দিরাই শাল্লায় বিএনপির দুই প্রার্থীসহ ছয়জনের মনোনয়ন ফরম দাখিল

‘নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে’

ভোটের রাজনীতির উত্তাপে ফুটছে মৌলভীবাজার–১: ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সিলেটে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া সম্পন্ন : ৬ আসনে প্রার্থী ৪৭ জন

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াস পত্নী লুনা ও পুত্র আবরার

বৃহত্তর সুন্নী জোট প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীর মনোনয়ন দাখিল

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন কয়ছর এম আহমেদ