সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবী রবিবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মতিউর রহমান খান এবং জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর।
দিনব্যাপী এই সফরে বিভাগীয় কমিশনার জামালগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করেন। দুপুরে তিনি সাচনা বাজারে উপস্থিত হয়ে বেহেলী ইউনিয়নের হালির হাওরের হাওর রক্ষা বাঁধ পরিদর্শনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন।
পরবর্তীতে তিনি বেহেলী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বেহেলী ইউনিয়নের সাধারণ জনগণের সঙ্গে একটি অবহিতকরণ সভায় অংশ নেন। সভা শেষে অতিদরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শেষে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে কর্মরত সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলার স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মতিউর রহমান খান।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি উপজেলা প্রশাসন শিশু পার্ক ও সংস্কারকৃত উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেন। এছাড়াও তিনি ভীমখালী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের নথিপত্র এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন, জামালগঞ্জ উপজেলার সকল হাওর রক্ষা বাঁধ নির্ধারিত সময়সীমার মধ্যেই শতভাগ সম্পন্ন করা হবে। বাঁধ নির্মাণ কাজে কোথাও কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা প্রতিবন্ধকতা সৃষ্টি হলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও সংরক্ষণ শুধু প্রশাসনের একক দায়িত্ব নয়; এই কাজে স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এবং সর্বোপরি এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই হাওরের ফসল রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
অবহিতকরণ সভায় বিভাগীয় কমিশনার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে সরকার ও নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যাতে কোনো ধরনের ভয়ভীতি বা চাপ ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জনগণের সরাসরি ভোটের মাধ্যমেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। একই দিনে অনুষ্ঠিতব্য গণভোট দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই তিনি সকল নাগরিককে দায়িত্বশীলতার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস ছালাম,উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈন উদ্দিন আলমগীর,সমাজ সেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগর আলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, জনস্বার্থ প্রকৌশলী কর্মকর্তা রাম কুমার সাহা, সহকারী শিক্ষা অফিসার ফারজেল হোসেন, পল্লী বিদ্যুৎতের এজিএম আজহারুল ইসলাম প্রমূখ।
দিনব্যাপী উন্নয়ন, সামাজিক ও অগ্রগতির বিভিন্নদিক ঘুরে দেখেন বিভাগীয় কমিশনার যা উপজেলাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।