বিশ্ব ঐতিহ্য রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিজল চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বৃক্ষরোপণ পরবর্তী সংক্ষিপ্ত সভায় তিনি বলেন, “টাঙ্গুয়ার হাওর আমাদের জাতীয় সম্পদ। এর পরিবেশ রক্ষা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। স্থানীয় তরুণদের এই স্বেচ্ছাসেবী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং প্রশাসন সবসময় এমন কাজের পাশে থাকবে।”
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে হাওরের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মূলত পর্যটক ও পর্যটন সংশ্লিষ্টদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই ব্যতিক্রমী বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচি পালন করা হয় বলে জানান আয়োজকরা।
সংগঠনের সভাপতি সাংবাদিক রাজু আহমেদ রমজান ও সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মো. জুনাব আলী, সুনামগঞ্জ জেলা জজ আদালতের এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ কামাল হোসেন, সিলেট বন বিভাগের সুনামগঞ্জ রেঞ্জ অফিসার মোহাম্মদ রিয়াজ উদ্দিন এবং সমাজসেবক রায়হান উদ্দিন।
বক্তারা বলেন, টাঙ্গুয়ার হাওরের হিজল-করচ বাগান এবং জলজ উদ্ভিদ ক্রমান্বয়ে বিলীন হয়ে যাচ্ছে। এই সংকট মোকাবিলায় নিয়মিত বৃক্ষরোপণ এবং বর্জ্য মুক্ত হাওর গড়া এখন সময়ের দাবি।
উল্লেখ্য, ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’ হাওরপাড়ের একঝাঁক তরুণের সম্মিলিত প্রচেষ্টায় গঠিত একটি সংগঠন। যাত্রালগ্ন থেকেই সংগঠনটি প্রশাসনের পাশাপাশি পর্যটকবাহী হাউসবোট মালিক ও স্থানীয় জনসাধারণের মাঝে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে সোচ্চার ভূমিকা পালন করে আসছে।