কানাইঘাট পৌর শহরে দিন-দুপুরে বাড়ছে চুরির ঘটনা। আতংঙ্কে রয়েছেন বাসা-বাড়ির লোকজন। গত দুইদিনের ব্যবধানে ৩ বাসা-বাড়িতে দিন-দুপুরে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। এতে নিয়ে গেছে অন্তত ২৫ লক্ষ টাকার মালামাল। লোকজনের অনুপস্থিতির সুযোগে উৎপেতে থাকা চোরেরা অভিনব পন্থায় বাসা-বাড়ির দরজার তালা ও ছিটকিনি ভেঙ্গে স্বর্ণঅলংঙ্কার, নগদ টাকা, দামী জিসিনপত্র নিয়ে যাচ্ছে।
জানা যায় শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে পৌরশহরের রায়গড় গ্রামের সৌদিআরব প্রবাসী মাহবুবুল আলমের বাসার বারান্দার গ্রিল ও দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এতে প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণ অলংকার এবং নগদ ৮৫ হাজার টাকা নিয়ে যায়। এ সময় বাসার লোকজন একটি বিয়ের অনুষ্টানে ছিলেন বলে জানিয়েছেন।
অপরদিকে বুধবার দুপুর ১২টার দিকে পৌরশহরের আল-রিয়াদ রোডের আনাস মঞ্জিলে বসবাসরত ভাড়াটিয়া ব্যবসায়ী মাতাব উদ্দিনের বাসার দরজার ছিটকিনী ও তালা ভেঙ্গে চোরেরা ভিতরে প্রবেশ করে মালামাল তছনছ করে ৩ ভরি স্বর্ণঅলংঙ্কার, নগদ ৮০ হাজার টাকা সহ একটি দামী মোবাইল নিয়ে যায়।
ব্যবসায়ী মাতাব উদ্দিনের স্ত্রী জানান চুরির পূর্বে তিনি বাসায় তালা মেরে বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন। এই সুযোগে তার বাসা চুরি হয়। একই দিনে বিকেল আড়াইটার দিকে পৌরশহরের রায়গড় গ্রামের ঠিকাদার শ্যামল কুমার দাসের বাসার দরজার তালা ভেঙ্গে চোরেরা বাসায় ঢুকে দুইটি আলমিরার ড্রয়ার ভেঙ্গে সাড়ে ৪ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ৪৪ হাজার টাকা নিয়ে যায়।
চুরির সময় শ্যামল কুমার দাসের বাসায় কেউ ছিলেন না। তারা পাশের ধর্মীয় একটি অনুষ্টানে ছিলেন বলে জানা যায়। এসব চুরির ঘটনায় থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। জানা যায় সম্প্রতি সময়ে কানাইঘাটের বিভিন্ন এলাকায় ব্যাপক আকারে ছিটকে চুরির ঘটনা বাড়ছে। কানাইঘাট বাজারে কয়েকদিন পূর্বে কয়েকটি ব্যবসা প্রতিষ্টানে এরূপ চুরির ঘটনা ঘটে।