সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে যাত্রা শুরু করলো ভোলাগঞ্জ স্থলবন্দর। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় ফলক উন্মোচনের মাধ্যমে এই স্থলবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
বাণিজ্যিক সম্ভাবনা ও রাজস্ব আয় ৫২ একর জায়গাজুড়ে বিস্তৃত এই স্থলবন্দরটি চালুর মাধ্যমে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম ও প্রতিবেশী রাষ্ট্র ভুটানের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারিত হবে। সংশ্লিষ্টদের মতে, এই বন্দর থেকে প্রতি বছর সরকারের শত কোটি টাকার রাজস্ব আয় হবে এবং স্থানীয়দের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
প্রেক্ষাপট ও নির্মাণ ব্যয় দীর্ঘ দুই দশক ধরে ভারত থেকে পাথর আমদানির অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল ভোলাগঞ্জ শুল্ক স্টেশন। ২০১৯ সালে এটিকে দেশের ২৪তম স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হয়। জমি অধিগ্রহণসহ নানা প্রক্রিয়া শেষে গত বছরের জুন মাসে ১৭৫ কোটি টাকা ব্যয়ে এর অবকাঠামো নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান।
উদ্বোধনকালে উপস্থিত ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মানজারুল মান্নান, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি সোহরাব আহমদ এবং ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সেক্রেটারি নজরুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি বন্দর এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় ব্যবসায়ী ও অংশীজনদের সাথে মতবিনিময় করেন।