হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত ও বৃহত্তর সুন্নী জোটের মোমবাতি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী বলেছেন, “আমি শিক্ষার উন্নয়নসহ সমাজের অবহেলিত চা-শ্রমিকদের কল্যাণে কাজ করতে চাই। সাধারণ মানুষের প্রতি আমার ভালোবাসা আছে, আপনারাও আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবেন।”
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) চুনারুঘাট সরকারি কলেজ কেন্দ্রে আয়োজিত ‘শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’ কেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
কেন্দ্র পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন— বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মাওলানা শাহ জালাল আহমদ আখঞ্জী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আলহাজ্ব মাওলানা মুসলিম খান, উপজেলা সহ-সভাপতি মাওলানা মোঃ ফজলুল হক এবং জেলা সাহিত্য সংস্কৃতি সম্পাদক সাংবাদিক এস এম সুলতান খান (মেম্বার)।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তালুকদার দুলাল, নুর উদ্দিন ইবনে মালেক, কেন্দ্র পরিচালক ছাত্রনেতা হাফেজ শামসুল ইসলাম জাকী, মোফাস্সির রহমান ইমন ও এস এম আমির খান প্রমূখ।
পরিদর্শনকালে আল্লামা তাহেরী শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।