পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত পুলিশ অ্যাসল্ট মালার অন্যতম প্রধান আসামী ছয়দুলকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর থানার পুদিনাপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ছয়দুল মিয়া মৌলভীবাজার সদরের কাটারাইয়ের সাজন মিয়ার ছেলে।
র্যাব জানায়, মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আহমদ আলীকে গত ৯ মার্চ গ্রেপ্তার করে পুলিশ। কাটারাই লিয়াকত মিয়ার দোকানের সামনে তাকে পুলিশের গাড়ীতে তোলার সময় তিনি চিৎকার দিলে ছয়দুল মিয়াসহ আরও কয়েকজন এসে পুলিশের উপর হামলা করে তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে মৌলভীবাজার সদর থানায় একটি পুলিশ অ্যাসল্ট মামলা (নং ১৬/১০/০৩/২৫) দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত ছয়দুল মিয়া ওই মামলার ৬নং আসামী।
তাকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।