বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারে অসহায় মানুষের পাশে বিজিবি

সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থ-সামাজিক জীবনমান উন্নয়নে ধারাবাহিক মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সীমান্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)।

বুধবার (২৪ ডিসেম্বর) শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় উপজেলার বীরশ্রেষ্ঠ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধলই বাজারে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সীমান্ত এলাকার নারী, শিশু ও বয়স্কসহ মোট ৫১৩ জন মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকার মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক দায়িত্ব। মানবিক সহায়তার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো