আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়ন সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) এর প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানান, এ পর্যন্ত মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্ধারিত সময়সীমার মধ্যে আগ্রহী প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।