সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

চুনারুঘাটে র‍্যাবের অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাটে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করেছে র‍্যাব-৯। রবিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মিরাশি ইউনিয়নের কালেঙ্গা বৈরাগী টিলা এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন বৈরাগী টিলা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল পাওয়া যায়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত পিস্তলটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। একইসঙ্গে এই অবৈধ অস্ত্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র নির্মূলে র‍্যাবের এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এই সম্পর্কিত আরো