বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুবদল নেতা এনাম চিশতী ‘ষড়যন্ত্রের শিকার’, ক্ষোভ গণসংযোগের সময় বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ গোয়াইনঘাটে ৩১ দফা বাস্তবায়নে জামান সমর্থকদের প্রচার মিছিল সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ব্যারিস্টার আনোয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা - খালেদা জিয়া-তারেক রহমানের খালাসের রায় প্রকাশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সুদানের গৃহযুদ্ধ: জাতিসংঘ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শেষ করেছে বিএনপি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু সিলেটে তিব্র হচ্ছে মশার উৎপাত,ডেঙ্গুসহ নানান রোগে আক্রান্ত জনসাধারণ জামালগঞ্জে শহীদ সোহাগের লাশ উত্তোলন
advertisement
সিলেট বিভাগ

সিলেটের শতবর্ষী আলেম ছাতকী হুজুর আর নেই

বৃহত্তর সিলেটের শতবর্ষী আলেমেদ্বীন,সৎপুর কামিল মাদরাসার শায়খুল হাদিস সাবেক মুহাদিস হযরত শায়খে আল্লামা আব্দুল হাই (ছাতকী হুজুর) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

প্রখ্যাত মুহাদ্দিস ও সিলেট বিভাগের হাজারো মুহাদ্দিসের উস্তাদ,সৎপুর কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস সুনামগঞ্জের ছাতক শিল্প নগরী উপজেলার কালারুকা ইউপির শাহ সুফি মোজ্জামেল আলী (রহঃ ) মসজিদের সাবেক খতিব আল্লামা আব্দুল হাই মুহাদ্দিস আজ আর নেই। গত বৃস্পতিবার সন্ধ্যায় ৭টায় তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

আল্লামা আব্দুল হাই দেশের অন্যতম শীর্ষ মুহাদ্দিস ও বরেণ্য আলেম। তার নামাজে জানাজা শুত্রুবার বিকালে সাড়ে ৩টায় মুক্তিগাও গ্রামের পশ্চিমে ময়দানে অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৮৩)বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়ে, নাতী-নাতনিসহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে পুর্ব পাকিস্তান মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১৯৬৫ সনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন। অত:পর  দারুল হাদীস সৎপুর আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে  ১৯৬৭ সনে আলিম, ১৯৬৯ সনে ফাজিল এবং ১৯৭২ ইংরেজি সনে কামিল হাদীস বিভাগে পরীক্ষায় অংশ গ্রহণ করে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন এবং মেধা তালিকায় স্খান দখল করেন তিনি। ১৯৭৩ সালে ২৩ মার্চ  ইংরেজি সনে সৎপুর কামিল মাদ্রাসায় মুহাদ্দিস পদে খেদমতে যোগদানের মাধ্যমে কর্ম জীবন শুরু করেন । ১৯৮১ সালে ৩১ আগষ্ট পর্যন্ত সৎপুর মাদ্রাসায় প্রিন্সিপাল ও মুহাদ্দিস পদে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে ছাতক জালালিয়া ও দ্বীনের টুক মাদ্রাসায় সুপারিন্টেন্ডেন্ট পদে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে পর ১ অক্টোরব সালে পূনরায় সৎপুর আলিয়া মাদ্রাসায় মুহাদ্দিস পদে যোগদান করে ২০১১ সালে ৩০ এপ্রিল পর্যন্ত হাদীসের খেদমতে নিয়োজিত ছিলেন। ২০১১সাল থেকে এক মে পযন্ত প্রাতিষ্ঠানিক দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন তিনি । বিভিন্ন সাময়িকীতে বাংলা ও আরবীতে অনেক প্রবন্ধ ছাপা হয়েছে । তা ছাড়াও কামিল জামাতের কয়টি হাদীস গ্রুপে আরবি ও উর্দু ভাষায় শরাহ লিখেছেন । 

সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী  মুক্তির গ্ওা মহল্লায় তাঁর পৈতৃক নিবাস। মৃত আব্দুল মান্নান ও মা মৃত হানিফা বেগমের ছেলে আব্দুল হাই। শুত্রুবার বিকালে সাড়ে ৩ টায় তাঁর নিজ গ্রামের মাঠে জানাজা শেষে পাশ্বরন্তী তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে মুক্তির  গ্রামে হাজার হাজার মুসল্লিরা ভিড় করছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

তার মৃত্যুতে উপজেলার নিবাহী কর্মকতা তরিকুল ইসলাম ও ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি,যুন্স সম্পাদক আমিনুল ইসলাম হিরন,সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা,অর্থ সম্পাদক আতিকুর রহমান,মোশাহিদ আলী,নাজমুল ইসলাম প্রমুখ।প্রবীণ এই আলেমের মৃত্যু সংবাদ বিদ্যুৎবেগে পুরো সিলেটে ছড়িয়ে পড়লে মাদ্রাসার অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। তারা মরহুমের রুহুের মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এই সম্পর্কিত আরো

যুবদল নেতা এনাম চিশতী ‘ষড়যন্ত্রের শিকার’, ক্ষোভ

গণসংযোগের সময় বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ

গোয়াইনঘাটে ৩১ দফা বাস্তবায়নে জামান সমর্থকদের প্রচার মিছিল

সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ব্যারিস্টার আনোয়ার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা খালেদা জিয়া-তারেক রহমানের খালাসের রায় প্রকাশ

নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সুদানের গৃহযুদ্ধ: জাতিসংঘ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শেষ করেছে বিএনপি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

সিলেটে তিব্র হচ্ছে মশার উৎপাত,ডেঙ্গুসহ নানান রোগে আক্রান্ত জনসাধারণ

জামালগঞ্জে শহীদ সোহাগের লাশ উত্তোলন