সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জে বিএনপির ঘরেই লড়াই

সুজাতের বিস্ফোরক মন্তব্য, কিবরিয়ার রাজনৈতিক শিষ্টাচার রক্ষা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দলীয় মনোনয়নবঞ্চিত সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া এবং মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে এলাকায় তোলপাড় চলছে। তবে শেখ সুজাতের বিরোধিতার বিপরীতে অন্য হেভিওয়েট মনোনয়নপ্রত্যাশীরা ড. কিবরিয়াকে সমর্থন দেওয়ায় তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

শেখ সুজাতের অভিযোগ ও ড. কিবরিয়ার জবাব: সম্প্রতি এক শোডাউন পরবর্তী সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া অভিযোগ করেন, ড. রেজা কিবরিয়াকে ‘ভারতীয় এজেন্টের মাধ্যমে’ প্রার্থী করা হয়েছে। তার এই বক্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানান ড. রেজা কিবরিয়া। পাল্টা এক ফেসবুক পোস্টে তিনি বলেন, “শেখ সুজাত সাহেব ৪০ বছর রাজনীতির দাবি করলেও মনোনয়ন না পেয়ে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে দলকে অসম্মানিত করছেন। ভারতীয় প্রেসক্রিপশনের দোহাই দিয়ে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তের প্রতি প্রকাশ্য অবমাননা প্রদর্শন করেছেন।”

শেখ সুজাত বিরোধিতায় নামলেও এই আসনের অন্য মনোনয়নপ্রত্যাশীরা নজিরবিহীনভাবে ড. রেজা কিবরিয়ার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। ২০১৮ সালের নির্বাচনের তুলনায় এবার দৃশ্যপট ভিন্ন। হেভিওয়েট প্রার্থীরা সরাসরি মাঠে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ড. কিবরিয়ার পক্ষে প্রচারণায় নামায় তার ভোটের পালে নতুন হাওয়া লেগেছে।

ইতিমধ্যেই অভিনন্দন ও সমর্থন জানিয়েছেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম. মুখলেছুর রহমান, নবীগঞ্জ পৌরসভা সদ্য সাবেক মেয়র, ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক, মুশাহিদ আলম মুরাদ, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তালহা চৌধুরী, শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল মিন্টু।


সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী জানান, তিনি দলীয় সিদ্ধান্তের প্রতি আস্থাশীল হয়ে ড. কিবরিয়াকে সমর্থন দিয়েছেন। মুখলেছুর রহমান ও মুশাহিদ আলম মুরাদ জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত এবং তারা ধানের শীষকে বিজয়ী করতে একযোগে কাজ করবেন।

ড. রেজা কিবরিয়ার ২০১৮ সালের নির্বাচনের প্রধান সমন্বয়কারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু বলেন, “গতবার তিনি ছিলেন ঐক্যফ্রন্টের প্রার্থী, এবার তিনি সরাসরি বিএনপির। তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত আমরা সবাই এখন একাট্টা। ড. কিবরিয়া বিজয়ী হলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে।”

এদিকে, ড. রেজা কিবরিয়াকে অভিনন্দন জানিয়েছেন তার প্রধান প্রতিপক্ষ ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলী। এক ফেসবুক বার্তায় তিনি ড. কিবরিয়ার মার্জিত আচরণের প্রশংসা করে তার সংসদীয় যাত্রায় শুভকামনা জানান।

ড. রেজা কিবরিয়া জানান, তিনি সবাইকে সাথে নিয়ে নবীগঞ্জ-বাহুবলের উন্নয়নে কাজ করতে চান। তিনি ইতিমধ্যে স্থানীয় বিএনপির ‘সুপার ফাইভ’ নেতাদের সাথে টেলিকনফারেন্সে কথা বলেছেন এবং শিগগিরই আনুষ্ঠানিক প্রচারণা ও মতবিনিময় সভা শুরু করবেন।

এই সম্পর্কিত আরো