সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় শীতার্ত মানুষের মাঝে ড. সাইফুল আলম চৌধুরীর শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি ও বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার সভাপতি ড. সাইফুল আলম চৌধুরী। 

রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার টিলাগাঁও ইউনিয়নের সিরাজাম মনিরা মডেল মাদ্রাসার হল রুমে আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. আব্বাস আলীর সভাপতিত্বে ও সমাজকর্মী মো. আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ড. সাইফুল আলম চৌধুরী। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহিবুর রহমান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মোঃ মখলিছুর রহমান, সিনিয়র সদস্য হুমায়ুন আহমেদ, ৫ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমির আলী প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, তীব্র শীতে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী শীতার্ত মানুষের মাঝে মানবিক যে সহায়তা নিয়ে এসেছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। এ ধরণের মানবিক উদ্যোগে নিয়ে সমাজের বিত্তবানদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। 
সভা শেষে অতিথিবৃন্দরা ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আসা শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। এদিকে রবিবার রাতে রাউৎগাঁও ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ড. সাইফুল আলম চৌধুরী। এসময় বক্তব্য দেন রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান খয়াজ, সাধারণ সম্পাদক আব্দুল মুহিত চৌধুরী রিপন, প্রচার সম্পাদক  সালেহ আহমদ সেলিম, ছাত্র বিষয়ক সম্পাদক নওসাদ আহমদ। 

এছাড়াও কাদিপুর ইউনিয়নের পেকুরবাজার এলাকায় কাদিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মজমিল আলীর সভাপতিত্বে আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ড. সাইফুল আলম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা সাহিন আহমদ, কালা মিয়া প্রমুখ।

ড. সাইফুল আলম চৌধুরী বলেন, শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনা, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্থভাবে স্বদেশ প্রত্যাবর্তন করার জন্য সকলের কাছে তিনি দোয়া কামনা করেন।

এই সম্পর্কিত আরো