সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট সীমান্তে বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট: লাশের মিছিলে জনপদ এখন আতঙ্কিত কানাইঘাটে ভারতীয় নাসির বিড়ি ও পিয়াজসহ এক চোরাকারবারি গ্রেফতার কানাইঘাটে আ’লীগ ও স্বেচ্ছাসেবক লীগের আরও দুই নেতা গ্রেফতার চা শ্রমিকদের জীবনসংগ্রাম তুলে ধরায় প্রত্যাশা সম্মাননা পেলেন সবুজ সিলেটের সুবর্ণা শহিদ ওয়াসিম ব্রিগেডের বিশ্বনাথ উপজেলা কমিটি অনুমোদন সংবাদ সম্মেলন - ওসমানীনগরে জাল দলিলে প্রবাসীর পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ কমলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে হুমকির মুখে ধলাই নদীর বাঁধ ও ব্রিজ গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই সহোদরসহ পাঁচজন গ্রেফতার বিয়ানীবাজারে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত ভুয়া ফেসবুক আইডি থেকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে জামালগঞ্জে বিক্ষোভ
advertisement
সিলেট বিভাগ

সিলেট সীমান্তে বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট: লাশের মিছিলে জনপদ এখন আতঙ্কিত

সিলেটের বিস্তীর্ণ সীমান্ত এলাকাগুলোতে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে চোরাচালান সিন্ডিকেট। মাদক, অস্ত্র ও পণ্য চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত এই সীমান্ত পথগুলোতে এখন লাশের মিছিল দীর্ঘ হচ্ছে। নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্বার্থের সংঘাত—সব মিলিয়ে এক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এমনকি বিজিবি সদস্যদের ওপর হামলা চালাতেও দ্বিধা করছে না সিন্ডিকেট সদস্যরা। অভিযোগ উঠেছে, সীমান্তে বিএসএফ’র আগ্রাসন এবং ভারতীয় খাসিয়াদের গুলিতে একের পর এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় বিজিবির ভূমিকা কেবল প্রতিবাদ লিপি ও পতাকা বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ থাকছে।

সর্বশেষ গত শুক্রবার (১৯ ডিসেম্বর) কোম্পানীগঞ্জের তুরং ও বরমসিদ্ধিপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন—পূর্ব তুরং এলাকার আশিকুর রহমান এবং বরমসিদ্ধিপুর গ্রামের মো. ইয়াকুব উদ্দিন। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের দাবি, সীমান্তে সুপারি সংগ্রহ বা যাতায়াতের সময় খাসিয়ারা অতর্কিত গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এসময় মোশাঈদ নামে আরও এক যুবক গুরুতর আহত হন।

সীমান্তের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত কানাইঘাটে গত কয়েক মাসে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২২ নভেম্বর লোভাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে জামাল উদ্দিন (৪৫) নিহত হন। এর আগে ২৬ অক্টোবর দনা সীমান্তে শাকিল আহমদ (২৫) এবং ২৯ আগস্ট বিএসএফ’র গুলিতে আব্দুর রহমান (২৫) নামে এক যুবক প্রাণ হারান। চলতি বছরের ৭ মার্চ খাসিয়াদের অভ্যন্তরীণ দুটি চোরাচালান গ্রুপের দ্বন্দ্বে সাহেদ মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনাও ঘটে।

সীমান্তে কেবল চোরাচালানই নয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অনধিকার প্রবেশের ঘটনাও উদ্বেগের সৃষ্টি করেছে। গত ২ নভেম্বর জকিগঞ্জের রসুলপুর সীমান্তে বিএসএফ সদস্যরা স্পিডবোটে করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষকদের ফসল রক্ষার খুঁটি উপড়ে ফেলে। স্থানীয়দের প্রতিবাদের মুখে তারা ফিরে গেলেও এ ঘটনায় সীমান্ত সুরক্ষায় বিজিবির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, "বাংলাদেশ-ভারত সীমান্তে যেকোনো ধরনের হত্যাকাণ্ড রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জিরো টলারেন্স নীতি বজায় রাখছে এবং প্রতিটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর নিকট নিয়মিতভাবে জোরালো প্রতিবাদ জানিয়ে আসছে। সীমান্ত অপরাধ ও অবৈধ পারাপার বন্ধে সীমান্তবর্তী জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত প্রেষণা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। উল্লেখ্য যে, বিগত এক বছরের পরিসংখ্যান অনুযায়ী সিলেট সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক কোনো নিহতের ঘটনা ঘটেনি; তবে ভারতীয় খাসিয়া নাগরিকদের দ্বারা কিছু অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে খাসিয়া নাগরিকদের সহিংসতা রোধে বিএসএফ-কে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন পর্যায়ে জোর তাগিদ দেওয়া হয়েছে।


বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ-কে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, কোনো বাংলাদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হলে বা ধৃত হলে তাকে সরাসরি বিজিবি’র নিকট হস্তান্তর কিংবা প্রচলিত আইনের আওতায় আনতে হবে। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার বিষয়ে বিজিবি বিএসএফ-এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় রক্ষা করে চলছে।"


স্থানীয়দের অভিযোগ, সীমান্তের ওপার থেকে মাদক ও অস্ত্রের চোরাচালান বন্ধে কার্যকর কোনো প্রতিরোধ গড়ে উঠছে না। সীমান্ত প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে পাচারকারীরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। চুন থেকে পান খসলেই ভারতীয়রা বাংলাদেশি নাগরিকদের ধরে নিয়ে যাচ্ছে কিংবা গুলি করছে। ফলে সীমান্তের সাধারণ বাসিন্দারা এখন জানমালের চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।


সচেতন মহলের দাবি, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান বন্ধে বিজিবিকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিএসএফ ও খাসিয়াদের এই ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বন্ধে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন।

এই সম্পর্কিত আরো

সিলেট সীমান্তে বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট: লাশের মিছিলে জনপদ এখন আতঙ্কিত

কানাইঘাটে ভারতীয় নাসির বিড়ি ও পিয়াজসহ এক চোরাকারবারি গ্রেফতার

কানাইঘাটে আ’লীগ ও স্বেচ্ছাসেবক লীগের আরও দুই নেতা গ্রেফতার

চা শ্রমিকদের জীবনসংগ্রাম তুলে ধরায় প্রত্যাশা সম্মাননা পেলেন সবুজ সিলেটের সুবর্ণা

শহিদ ওয়াসিম ব্রিগেডের বিশ্বনাথ উপজেলা কমিটি অনুমোদন

সংবাদ সম্মেলন ওসমানীনগরে জাল দলিলে প্রবাসীর পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ

কমলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে হুমকির মুখে ধলাই নদীর বাঁধ ও ব্রিজ

গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই সহোদরসহ পাঁচজন গ্রেফতার

বিয়ানীবাজারে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

ভুয়া ফেসবুক আইডি থেকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে জামালগঞ্জে বিক্ষোভ