শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশ অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির চলমান হামলার ঘটনায় নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলছে বিএনপি নিরাপত্তা জোরদার সিলেটস্থ ভারতীয় হাইকমিশনে সিলেটে সাংবাদিকদের উপর হামলার চেষ্টা, পুলিশ হেফাজতে যুবক ডেভিল হান্ট ফেইজ-২: মৌলভীবাজারে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার কানাইঘাটে ৯৫০পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ ৩জন গ্রেফতার শান্তিগঞ্জে ঈসালে সাওয়াব উপলক্ষে নাশিদ সন্ধ্যা ও শীতবস্ত্র বিতরণ হাদির মৃত্যুতে কুলাউড়ায় ছাত্র-জনতার এক ঘন্টা ব্লকেড কর্মসূচি, বিচার দাবি শরীফ ওসমান হাদীর মত্যুতে সুবিপ্রবি'র ভাইস চ্যান্সেলর এর শোক
advertisement
সিলেট বিভাগ

নিরাপত্তা জোরদার সিলেটস্থ ভারতীয় হাইকমিশনে

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ও ভিসা আবেদনকেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার সকাল থেকে নগরীর উপশহরের 'ই' ব্লকে অবস্থিত সহকারী কমিশনারের কার্যালয় ও সোবহানী এলাকার ভিসা আবেদন কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়। দু'টি গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী শরিফ ওসমান হাদী নিহতের ঘটনার পর সহকারী হাইকমিশনারের কার্যালয়ের ঘেরাওয়ের ডাক দেওয়া হয়। আজ শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল করে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিলেও এর আগ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখেন।

তবে বাদ জুম্মা নগরীতে পৃথক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রশিবির, এনসিপি, ছাত্র জমিয়ত ও ইনকিলাব মঞ্চ।

শুক্রবার বিকেলে উপশহর এলাকা ঘুরে দেখা গেছে পুলিশ, সিআরটি ও সেনাবাহিনীর বাহিনীর সদস্যরা ভারতীয় সহকারী হাইকমিশনারের অফিসের সামনে অবস্থান করছে। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে সেনাবাহিনীর গাড়ি টহল দিচ্ছে। বন্দরবাজার ও শহীদ মিনার এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর অবস্থানও লক্ষ্য করা গেছে।

এদিকে বাদ জুম্মা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ, ভারতীয় আধিপত্যবাদ ও পতিত ফ্যাসিস্টের অরাজকতা প্রতিরোধে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। সড়কের এক পাশ বন্ধ করে বিক্ষোভ করেন তারা। এতে এনসিপি, ছাত্রশিবির ও ছাত্রজমিয়তের নেতারা বক্তব্য দেন।

এর আগে ছাত্রশিবির মিছিল করে। শহীদ মিনারের সামনে অবস্থান চলাকালে বিকেল ৩টায় দুই যুবককে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। এরমধ্যে একজন ৭১ টিভিকে দালাল বলে বিশৃঙ্খলা সৃষ্টি ও অপরজন কর্মসূচি নিয়ে উল্টাপাল্টা কথা বলায় তাদের মারধর করা হয়।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে সিলেটের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুর করে আন্দোলনকারীরা। মধ্যরাতে প্রথম আলো সিলেট অফিসে ঢিল ছুড়ে গ্লাস ভাঙচুর করা হয়। একই সময়ে নগরীর চৌহাট্টা এলাকায় বিক্ষোভকালে স্থানীয় আল পাইন রেস্টুেরেন্টেও ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা।

এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারা স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ প্রধান ও গোয়েন্দা সংস্থা প্রধানের পদত্যাগ দাবি করেন।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি প্রধান ফটকে গিয়ে শেষ হয়। বিক্ষোভে আওয়ামী লীগ ও ভারতবিরোধী স্লোগানসহ 'হাদি হত্যার বিচার চাই', 'ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান', 'শেখ হাসিনার দুই গালে জুতা মারো তালে তালে', 'দিল্লি না হাদি, হাদি হাদি', ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

ইনকিলাব মঞ্চ শাবিপ্রবি শাখার দপ্তর সম্পাদক শোয়াইব আহমেদ চৌধুরী বলেন, হাদি হত্যার বিচার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় করে কর্মসূচি ঘোষণা করব।

মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী জানিয়েছেন বৃহস্পতিবার রাত থেকে বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। নাশকতা রুখতে পুলিশ তৎপর রয়েছে।

এই সম্পর্কিত আরো

দেশ অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির

চলমান হামলার ঘটনায় নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলছে বিএনপি

নিরাপত্তা জোরদার সিলেটস্থ ভারতীয় হাইকমিশনে

সিলেটে সাংবাদিকদের উপর হামলার চেষ্টা, পুলিশ হেফাজতে যুবক

ডেভিল হান্ট ফেইজ-২: মৌলভীবাজারে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

কানাইঘাটে ৯৫০পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ ৩জন গ্রেফতার

শান্তিগঞ্জে ঈসালে সাওয়াব উপলক্ষে নাশিদ সন্ধ্যা ও শীতবস্ত্র বিতরণ

হাদির মৃত্যুতে কুলাউড়ায় ছাত্র-জনতার এক ঘন্টা ব্লকেড কর্মসূচি, বিচার দাবি

শরীফ ওসমান হাদীর মত্যুতে সুবিপ্রবি'র ভাইস চ্যান্সেলর এর শোক