ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনীদের দ্রুত গ্রেফতারের দাবিতে গোলাপগঞ্জে সর্বস্থরের ছাত্র জনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শুক্রবার বাদ জুম'আ উপজেলার পৌর শহরের চৌমূহণীতে অনুষ্টিত হয়।
মিছিলটি পৌর শহরের চৌমূহণী থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণের পর চৌমহুনীতে এক পথসভায় অনুষ্ঠিত হয়।
জামাতে ইসলামীর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর জিন্নুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলােমীর উপজেলা শাখার সম্পাদক মাওলানা ফয়ছল আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী হাবিবুল্লাহ দস্তগীর, পৌর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর রেহান উদ্দিন রায়হান, শ্রমিক জমিয়ত সিলেট জেলা দক্ষিণের নেতা ইন্জিনিয়ার আব্দুল কাদির জাকির, গোলাপগঞ্জ পৌর যুব জমিয়তের সহসাধারণ সম্পাদক মুফতি রুহুল কুদ্দুস ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের অর্থ সম্পাদক শেখ আব্দুলাহ উসামা, গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আবু সালেহ উসমান, সহ-সভাপতি নাঈম আহমদ, আহমদ মাজিদ, সাধারণ সম্পাদক নাসিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক আহমদ জায়েদ ও প্রচার সম্পাদক শামসুল হুদা মামুনসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।