সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর সংলগ্ন চিকনাগোল ইউনিয়নের উমনপুর এলাকায় পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে ভোররাতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৯শে ডিসেম্বর) ভোররাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের খবর পেয়ে পাহাড় কাটার সঙ্গে জড়িত অপরাধীরা পালিয়ে যায়। তবে অন্য একটি স্থানে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজন ড্রাইভারকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্তদের আগেও সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা তা অমান্য করে অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।
প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, অভিযানের বিস্তারিত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে পরিবেশ অধিদপ্তরে পাঠানো হয়েছে। শিগগিরই পরিবেশ অধিদপ্তর এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে।
এছাড়া নির্বাচনি রাস্তা পরিদর্শনের সময় নিজের জমি থেকে মাটি কাটার একটি ঘটনায় আইন না জানার কারণে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে প্রথমবারের মতো মুচলেকা নিয়ে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। তবে ভবিষ্যতে এ ধরনের অপরাধে কোনো তদবির গ্রহণ করা হবে না বলে প্রশাসন কঠোর অবস্থানের কথা জানিয়েছে।
অন্যদিকে, জৈন্তাপুর বাজার সংলগ্ন একটি পুকুর পরিষ্কার কার্যক্রমও সম্পন্ন করা হয়েছে। এ বিষয়ে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, প্রশাসন নির্বাচনী দায়িত্বের পাশাপাশি নিয়মিত প্রশাসনিক কার্যক্রম ও পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে ।
শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এক বার্তায় বলেন, পাহাড়, বালু ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ রক্ষায় জনপ্রতিনিধি, মুরব্বি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ জরুরি। সমাজের দায়িত্বশীলরা ঐক্যবদ্ধভাবে প্রাথমিক প্রতিরোধ গড়ে তুললে অনেক অপরাধ সংঘটিত হওয়ার আগেই রোধ করা সম্ভব।তিনি আরও বলেন, এলাকাবাসী ঐক্যবদ্ধ হলে কোনো অপশক্তির সাহস থাকবে না প্রাকৃতিক সম্পদ ধ্বংস করার। জৈন্তাপুর প্রাকৃতিক সম্পদ রক্ষায় সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জৈন্তাপুরকে একটি আদর্শ সংবাদচর্চার এলাকায় পরিণত করার প্রত্যাশা জানান।