সুনামগঞ্জের জামালগঞ্জে চলমান ডেবিল হান্ট অপারেশন ফেজ–২এর অংশ হিসেবে মোঃ আল-আমিন (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ আল-আমিন জামালগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং জামালগঞ্জের উত্তর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তিনি পূর্ব লম্বাবাক গ্রামের বাসিন্দা। তার পিতা মোঃ জাহেদ আলী এবং মাতা ছবুরা বেগম।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এবিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী জানান,ডেবিল হান্ট অভিযানে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।