ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট–২ আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, সাবেক নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনার ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে বিশ্বনাথ উপজেলায় নির্বাচনী কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে উপজেলার শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের জন্য একটি শক্তিশালী সেন্টার কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী কর্মীসভায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মুমিন খান মুন্না। বক্তারা বলেন, শ্রীধরপুর ভোটকেন্দ্রটি এম. ইলিয়াস আলীর একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। অতীতের সকল নির্বাচনে এ কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হয়েছে। আগামীতেও এই কেন্দ্র থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রবীণ বিএনপি নেতা মশাহিদ খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাওছার খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আজমল খান, উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক কয়েছ শিকদার, রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সিরাজুল ইসলাম, রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও যুবনেতা নিজাম উদ্দিন, যুবনেতা আব্দুল মুমিন, সাবেক ছাত্রনেতা স্বপন লাল দে এবং বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল আহমদ।
সভায় শ্রীধরপুর, মশুলা, গড়গাঁও, আগন শাসন, কাউপুর, গঙ্গাধরপুর, ভাগমতপুর ও বজ্রকোনা গ্রামের মুরব্বিয়ানসহ যুবসমাজের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সভা শেষে মুমিন খান মুন্নাকে আহ্বায়ক এবং কাওছার খানকে সদস্য সচিব করে শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের জন্য ১৫১ সদস্যবিশিষ্ট সেন্টার কমিটি গঠন করা হয়।