মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বানিয়াচংয়ে মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে বানিয়াচং উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সারা দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার সাথী।এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা এনামুল হক,খাদ্য কর্মকর্তা সাইফুল ইসলাম,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ আহমেদ।এছাড়াও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা - কর্মচারীরা উপস্থিত ছিলেন। 


সকাল ৮টায় হবিগঞ্জ-২ বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা ডাক্তার সাখাওয়াত হাসান জীবন দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন।একই সময়ে পৃথকভাবে বানিয়াচং উপজেলা ছাত্রদল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ও উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।এছাড়া ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ,প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ও উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন।তবে বিজয় দিবসে উপজেলায় জামায়ত ইসলামীর কোন কার্যক্রমের খবর জানা যায়নি।

পরে সকাল সাড়ে নয়টায় উপজেলা চত্বরে  জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

বিজয় দিবস উপলক্ষে উপজেলা মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী,পুলিশ ও আনছার সদস্যদের অংশগ্রহনে কুচকাওয়াজ  অনুষ্ঠিত হয়।বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের প্রতীকী চিত্র ও ডিসপ্লে প্রদর্শন করেন।উপজেলা চত্বরে বিজয় মেলা ষ্টল ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে পুরষ্কার বিতরন করা হয়।উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ও বিভিন্ন ইভেন্ট ও খেলাধূলার আয়োজন করা হয়।পাশাপাশি উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে বীর মুক্তিযোদ্ধা,যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও উপহার দেয়া হয়।
 

বিজয় দিবসে সাধারনত দেশের বিভিন্ন সরকারী হাসপাতাল ও এতিমখানায় ভালো খাবার পরিবেশন করা হলে ও বানিয়াচং সদর হাসপাতাল  ও দু-একটি এতিমখানা ঘুরে এমন কোন চিত্র চোথে পড়েনি বা খবর ও পাওয়া যায়নি।

জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় এবং মুক্তিযুদ্ধে শহীদ, আত্মদানকারী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডায় সুবিধাজনক সময়ে প্রার্থনার আয়োজন করার খবর পাওয়া যায়।

এই সম্পর্কিত আরো