মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় নিঃস্ব সহায়ক সংস্থার শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজারের কুলাউড়ায় নিঃস্ব সহায়ক সংস্থার বাস্তবায়নে ও কোভার আর্থিক সহযোগিতায় উপজেলার  টিলাগাঁও ইউনিয়নের ১শ জন অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ডিসেম্বর) দুপুরে টিলাগাঁওয়ের সিরাজাম মুনিরা মডেল মাদ্রাসার হলরুমে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার ও সংস্থার পরিচালক জামিল আহমেদ চৌধুরী।

বিশিষ্ট সমাজসেবক হাজী আব্বাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল ফাহিমা জীন্নু রায়েন।

সংস্থার কো-অর্ডিনেটর সাদেক ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার ফোকাল পার্সন মো. আতিকুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, সিরাজাম মুনিরা মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আল আমিন, ওয়াফের সমন্বয়ক বোরহান উদ্দিন, সংস্থার অ্যাকাউন্টস অফিসার জনি রানী দেব প্রমুখ।

এই সম্পর্কিত আরো