মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

যথাযোগ্য মর্যাদায় জামালগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে জামালগঞ্জ উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জামালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ৮টায় জামালগঞ্জ মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসের মূল অনুষ্ঠান শুরু হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম ও শেরমস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শুভ্রা চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার  মুশফিকীন নূর।  এসময় আরো উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী, সমাজ সেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার,কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগর আলী,ফায়ার সার্ভিস ইনচার্জ বিজয় সিং,জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী,সহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। 

দিবসটি উপলক্ষে শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয় মেলার আয়োজন করা হয়। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকেলে জামালগঞ্জ মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

এছাড়াও জামালগঞ্জ রিভারভিউ পার্ক ও উপজেলা মিনি শিশু পার্কে শিশুদের জন্য বিনামূল্যে প্রবেশ ও বিনোদনের ব্যবস্থা করা হয়।

বিজয় দিবসের এই কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই সম্পর্কিত আরো