মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ কোম্পানীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

রবিবার (১৪ ডিসেম্বর) কোম্পানীগঞ্জ থানা কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি, সহ-সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ও সীমান্তবর্তী জনপদে মাদকের ভয়াবহ আগ্রাসন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

নেতৃবৃন্দ অতীতের মতো কোম্পানীগঞ্জ থানার সাবেক ওসি নজরুল ইসলাম (পিপিএম) ও সদ্য বিদায়ী ওসি মো. রতন শেখ (পিপিএম)-এর ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে পূর্ববর্তী ওসিরা এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নবাগত ওসির কাছ থেকেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জবাবে নবাগত ওসি মো. শফিকুল ইসলাম খান বলেন, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তিনি অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি সকল রাজনৈতিক দলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ পর্বে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাজী ইসমাইল মিয়া, সহ-সভাপতি শানূর আলী মেম্বার, সেক্রেটারি হাজী আবু আহমদ, সহকারী সেক্রেটারি শফিক খোন্দকার, মুজাহিদ কমিটির সদর রেজাউল করিম রেজুমিয়া, সাংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার শাহ কোম্পানীগঞ্জী, উপজেলা যুব আন্দোলন শাখার সভাপতি আদনান সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সদ্য বিদায়ী ওসি মো. রতন শেখ (পিপিএম)-এর স্থলাভিষিক্ত হিসেবে মো. শফিকুল ইসলাম খান কোম্পানীগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি সুনামগঞ্জের ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন।

এই সম্পর্কিত আরো