মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে এম. এ. মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া উত্তরণ ক্লাবের উদ্যোগে এবং উত্তরণ ক্লাব ও ডুংরিয়া স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনায় আয়োজিত ঐতিহ্যবাহী এম. এ. মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে শান্তিগঞ্জের ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারের সামনে পরীক্ষার ফলাফল প্রকাশ করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও এম. এ. মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক নীহার রঞ্জন দাস। পরবর্তীতে ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে ডুংরিয়া উত্তরণ ক্লাব।

প্রকাশিত ফলাফল অনুযায়ী শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও সুনামগঞ্জ সদর—এই তিন উপজেলা থেকে ১ম গ্রেডে ১০ জন এবং ২য় গ্রেডে ১৫ জন করে মোট ২৫ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান অর্জন করেছে। তিন উপজেলা মিলিয়ে সর্বমোট ৭৫ জন পরীক্ষার্থী এম. এ. মান্নান প্রাথমিক মেধাবৃত্তির জন্য মনোনীত হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এ মেধাবৃত্তি পরীক্ষায় শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও সুনামগঞ্জ সদরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ৭৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন ও প্রতিযোগিতামূলক শিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে ‘এম. এ. মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা’ গত ২৫ বছর ধরে সফলতার সঙ্গে নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে।

ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুংরিয়া উত্তরণ ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম, ক্লাব সদস্য জাহাঙ্গীর আলম, জুয়েল আহমদ, আমিনুল হক, সৈয়দুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এই সম্পর্কিত আরো