সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শমশেরনগরে পুলিশ ফাঁড়ির সামনে দিনভর যানজট, দুর্ভোগ চরমে

মৌলভবিাজারের কমলগঞ্জ উপজেলার ব্যস্ততম শমশেরনগর বাজারে সড়কের দু’পাশে অবৈধ ব্যাটারি চালিত অটোরিক্সা, সিএনজি চালিত অটোরিক্সা আর টমটমের যত্রতত্র গাড়ি পার্কিং নিত্য যানজটে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রী, শিক্ষার্থীসহ পথচারীদের। পুলিশ ফাঁড়ির সম্মুখে যানজট লেগে থাকলেও দেখার কেউ নেই।

সরেজমিনে দেখা যায়, ব্যস্ততম এ বাজারের প্রতিটি রুটের দু’পাশে সিএনজি অটোরিকশা, অবৈধ টমটম, ব্যাটারি চালিত রিকশা ও ফুটপাতে বিভিন্ন ধরনের দোকানপাঠ রয়েছে। ফলে সড়ক দিয়ে দু’টি গাড়ি ক্রস করার সময় দিনভর যানজট লেগেই আছে। ঘটছে দুর্ঘটনাও। দোকানপাটকে আড়াল করে যানবাহনের কারণে অতিষ্ঠ হচ্ছেন ব্যবসায়ীরাও। সড়কের পাশ দিয়ে হেঁটে চলতেও দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী ও পথচারীরা।

শমশেরনগরে রেলওয়ে স্টেশন, পুলিশ ফাঁড়ি, ব্যাংক-বীমা, পোস্ট অফিস, বিএএফ শাহীন কলেজ, সুজা মেমোরিয়াল কলেজ, এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়সহ একাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসা রয়েছে। বাজারের মধ্যদিয়ে পাঁচটি সড়ক ও সড়কের দু’পাশে ফুটপাত দখল করে গড়ে উঠছে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানও। যানজট এমনই অবস্থার সৃষ্টি করছে কেউ হেঁটে চলাও সম্ভব হয় না। ফলে চরম দুর্ভোগে পড়তে হয়েছে শিক্ষার্থীসহ স্থানীয়দের।

স্থানীয়রা জানান, যানজটের মূল কারণ হচ্ছে সড়কের দু’ধারে সিএনটি ও অটোর যত্রতত্র পার্কিং। এছাড়া শহরের প্রধান সড়কগুলোর পাশে অপরিকল্পিত ব্যবসা প্রতিষ্ঠান। রেস্তোরাঁ ও ব্যাংকে আসা গ্রাহকদের গাড়ি পার্কিং করা হয় সড়কেই। এতে পথচারী ও যান চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

শমশেরনগরের ব্যবসায়ী নূরুল মোহাইমীন ও শাহাজান মিয়া বলেন, এই বাজারে যানজট এখন নিত্যসঙ্গী। সিএনজি অটোরিকশা ও টমটম দোকান আড়াল করে আর রাস্তায় রাখায় ক্রেতাদের যাতায়াতে দুর্ভোগে পড়তে হয়। কমলগঞ্জ সরকারি গণমহা বিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার নাসিফ, বিএএফ শাহীন কলেজ শমশেরনগর এর জান্নাতুল ফেরদৌস বলেন, রাস্তার পাশে যত্রতত্র গাড়ি আর যানজট প্রতিদিনই লেগে থাকে। এমনকি রাস্তার পাশ দিয়ে আমাদের হেঁটে চলাও দায়। এসব নিয়ন্ত্রণ না হলে দুর্ঘটনাও ঘটতে পারে।

কমলগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, আমি এখানে নতুন এসেছি। যানজটের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

 

এই সম্পর্কিত আরো