সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে “দিবসের তাৎপর্য” শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও ভূমি অফিসার পলাশ তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান, কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের মেম্বার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রেনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন রেনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামাল আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মঈন উদ্দিন মিলন, সহ-সভাপতি মো. মাসুক রানা, দপ্তর সম্পাদক লিটন মাহমুদ খান, সাংবাদিক আনোয়ার সুমন এবং কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার নব কুমারসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক, আলোকবর্তিকা ও অগ্রযাত্রার পথপ্রদর্শক। স্বাধীনতার প্রাক্কালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।

এই সম্পর্কিত আরো