সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বাতিল ও ছাত্রদল নেতা লিটনের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজপথে বিএনপি

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য আন্নু মালিক লিটনের বিরুদ্ধে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দায়েরকৃত কথিত ‘সাজানো’ মামলায় দেওয়া ফাঁসির দণ্ড বাতিল এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেটে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।


রোববার (১৪ ডিসেম্বর) সিলেট নগরীর কোর্টপয়েন্টে ‘সিলেট বিএনপি পরিবার’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।


বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, আন্নু মালিক লিটন স্বৈরাচারী শেখ হাসিনা বিরোধী আন্দোলনের একজন সম্মুখযোদ্ধা ছিলেন। গোয়াইনঘাটে বিএনপির কর্মসূচি বাস্তবায়নের সময় তৎকালীন মন্ত্রী ইমরান আহমদ এবং তার সহযোগী ‘জামাই সুমন বাহিনী’র রোষানলে পড়েন তিনি।


বক্তারা দাবি করেন, ফজরের নামাজে যাওয়ার সময় তৎকালীন ওসি আহাদের নেতৃত্বে পুলিশ তাকে তুলে নিয়ে গুম করে হত্যার চেষ্টা চালায়। কিন্তু গণমাধ্যমকর্মীদের তৎপরতায় তা ব্যর্থ হয়ে তারা অভিনব ষড়যন্ত্রের আশ্রয় নেয়। পুলিশ লিটনকে এক কেজি ময়দা দিয়ে হেরোইন সাজিয়ে ফাঁসিয়ে দেয় এবং পরবর্তীতে দলীয় প্রভাব খাটিয়ে ‘ক্যাঙ্গারু কোর্টের’ মাধ্যমে তড়িঘড়ি করে তার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়।


সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ জুবেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাকিল মোর্শেদ।


সমাবেশে বক্তারা অবিলম্বে আন্নু মালিক লিটনের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং তৎকালীন সময়ে তাকে সাজানো মামলায় ফাঁসানোর সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।


বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ও লিটন মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক সাংবাদিক মো. ইসলাম আলী, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বি, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ সাদিক, সিলেট জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল চৌধুরী মোর্শেদ, এমসি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ এবং লিটন মুক্তি পরিষদের সদস্য সচিব মো. আবদুল কাইয়ুম, যুগ্ম আহ্বায়ক রাসেল হাসান রুবেল, কামাল হোসেন, সাইদুল ইসলাম এমপি, আব্দুস সালাম শান্ত, ইসমাল, ফয়ছল, আমজাদ বক্স, দেলোয়ার প্রমুখ। নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই সম্পর্কিত আরো