সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় বিভিন্ন পণ্য ও মোটরসাইকেলসহ জাবেদ মিয়া (১৯) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (১৪ ডিসেম্বর) ভোরে উপজেলার ভাটরাই এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জাবেদ মিয়া উপজেলার রাধানগর গ্রামের শুক্কুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় জাবেদ মিয়ার হেফাজত থেকে ৪ বস্তা ভারতীয় পেয়াজ, ২ বস্তা চিনি এবং ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় পণ্যসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জানান, চোরাচালান রোধে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।