সুনামগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) অভিযান চালিয়ে সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বনিক এবং সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জগলুল।
পুলিশ সূত্র জানায়, রোববার দুপুরে পৌর শহরের কালীবাড়ি এলাকা থেকে শুভ বনিককে গ্রেফতার করা হয়। অপরদিকে, পৌর শহরের বনানীপাড়া এলাকা থেকে জগলুলকে গ্রেফতার করা হয়। তিনি একটি দ্রুত বিচার মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।