সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় ছাত্রসমাজ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক পার্টির সাবেক কেন্দ্রীয় সদস্য ও মাল্টা প্রবাসী জয়নুল আবেদীন জয়নাল।
জয়নুল আবেদীন জয়নাল বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের শেখেরগাঁও (সিঙ্গেরকাছ) গ্রামের বাসিন্দা। তিনি যুক্তরাজ্য প্রবাসী কলমদর আলী ও প্রয়াত জুবেদা বেগম দম্পতির পুত্র।
তিনি মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে সংসদ সদস্য প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “জনগণের সেবা করার তাগিদ থেকেই প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছি। মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় এ সিদ্ধান্তে উপনীত হয়েছি। সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রবাস থেকেই আমার নির্বাচনী কার্যক্রম শুরু করেছি। শিগগিরই দেশে ফিরে ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, দলীয়ভাবে তাকে মনোনয়ন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সে কারণে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ‘৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে’—এই স্লোগানকে ধারণ করেই তিনি জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত হন বলে জানান। তার মতে, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে দেশের পল্লী উন্নয়ন ও অবকাঠামো খাতে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে, যা এগিয়ে নিতে জাতীয় পার্টির বিকল্প নেই।
এ বিষয়ে সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা আবদুল্লাহ সিদ্দিকী বলেন, “এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি। তবে সিলেট-২ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রবাসী জয়নুল আবেদীন জয়নাল কাজ করে যাচ্ছেন। আগামী ৪–৫ দিনের মধ্যে দল প্রার্থী চূড়ান্ত করবে।”
যুক্তরাজ্য জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আজম আলী বলেন, “সিলেট-২ আসনে আমাদের দল থেকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে জয়নুল আবেদীন জয়নাল ইতোমধ্যে কাজ শুরু করেছেন। শিগগিরই দলের নেতাকর্মীরাও মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন।”
বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) হাজী সিতাব আলী বলেন, “দলীয়ভাবে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি। দল যাকে মনোনয়ন দেবে, আমরা তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
এদিকে, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির একাংশের সভাপতি দাবি করা জয়নাল আবেদীন বলেন, “দল যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষে কাজ করব। তবে বর্তমানে সম্ভাব্য প্রার্থী হিসেবে জয়নুল আবেদীন জয়নাল মাঠে কাজ করছেন।”
অপরদিকে, উপজেলা জাতীয় পার্টির সভাপতি দাবি করা এম. এ রব বলেন, “সিলেট-২ আসনে একাধিক সম্ভাব্য প্রার্থী কাজ করছেন। খুব শিগগিরই দল চূড়ান্তভাবে প্রার্থীর নাম ঘোষণা করবে। নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই নেতাকর্মীরা নির্বাচনী মাঠে জোরালোভাবে কাজ শুরু করবেন।”