মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে “দিবসের তাৎপর্য” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তব্য দেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সুশীল চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা কমলাকান্ত ভৌমিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম ও লিংকন তালুকদার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রানেশ চন্দ্র বর্মা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর মহিব উল্লা, জনস্বাস্থ্য কর্মকর্তা মো. মুহসিন, সমবায় কর্মকর্তা মনমোহন সিংহ, খাদ্য কর্মকর্তা সাজেদা আক্তার, সাংবাদিক মহি উদ্দিন রিপন, জুলাই যোদ্ধা শামীম আহমদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক, আলোকবর্তিকা ও অগ্রযাত্রার পথপ্রদর্শক। স্বাধীনতার প্রাক্কালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ও তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।