জকিগঞ্জ থানার পুলিশের পৃথক অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ শামীম আহমদ (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মোরশেদ আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বারহাল ইউনিয়নের শাহগলি বাজারস্থ গুচ্ছগ্রামে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত শামীম আহমদ—পিতা মৃত ফজলু মিয়া, মাতা রায়না বেগম, সাং খিলোগ্রাম, থানা জকিগঞ্জ, জেলা সিলেট—এর কাছ থেকে তল্লাশীকালে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।