ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধের ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যাতে গোপনে দেশত্যাগ করতে না পারে, সে লক্ষ্যে সিলেট বিভাগের চার জেলার সকল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত শুক্রবার দুপুর দুইটার দিকে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে (এভারকেয়ার) চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই সংশ্লিষ্ট সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শুক্রবার রাত থেকেই সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে বিজিবি।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করতে দেখা গেছে। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আটকের খবর পাওয়া যায়নি।
বিজিবি সূত্র জানায়, অবৈধ পারাপার ও পলায়ন রোধে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিলেট বিভাগের সব সীমান্ত এলাকায় এ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।
বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, ঘটনার পর থেকে ৫৫ বিজিবির অধীনস্থ ১৬টি বিওপিতে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। সম্ভাব্য পলায়ন ও অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় সংখ্যক চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার প্রায় ১০৩ কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করছে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সন্ত্রাসীদের পাশের দেশে পলায়ন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
এদিকে বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সন্ত্রাসীদের পলায়ন ও সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।
সিলেট ও সুনামগঞ্জ জেলার অধিকাংশ সীমান্ত এলাকার দায়িত্বে থাকা সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, শনিবার দুপুর থেকে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চার থেকে পাঁচটি মোবাইল চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি বিওপির আওতাধীন এলাকায় অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় এ বিশেষ নিরাপত্তা তৎপরতা কতদিন চলবে, তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।