রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা - আত্মরক্ষার্থে ৪ রাউন্ড গুলি বর্ষণ, মদ ও বাইক জব্দ চুনারুঘাটে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু জকিগঞ্জে সরকারি ভূমি দখলের চেষ্টা - সীমানা পিলার উপড়ে ফেলা ও অস্ত্র মহড়ার অভিযোগে এলাকায় উত্তেজনা জকিগঞ্জে মাদক বিরোধী অভিযান: ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার, ব্যবসায়ী গ্রেপ্তার ওসমান হাদী গুলিবিদ্ধ: সিলেট বিভাগের সীমান্তজুড়ে বিজিবির হাই অ্যালার্ট খন্দকার মুক্তাদির - বিএনপি ক্ষমতায় গেলে প্রসূতি মা ও দরিদ্রদের ‘স্বাস্থ্য কার্ড’ দেয়া হবে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে সিলেট-৩ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকরের মতবিনিময় বিশ্বনাথে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির উন্মুক্ত সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিআইসি গঠনে গণশুনানি
advertisement
সিলেট বিভাগ

খন্দকার মুক্তাদির

বিএনপি ক্ষমতায় গেলে প্রসূতি মা ও দরিদ্রদের ‘স্বাস্থ্য কার্ড’ দেয়া হবে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন আনা হবে। বিশেষ করে প্রসূতি মা ও দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘স্বাস্থ্য কার্ড’ চালু করা হবে।


শনিবার (১৩ ডিসেম্বর) সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হসপিটালের চিকিৎসক, নার্স ও স্টাফদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সিলেটের স্বাস্থ্যখাতের বর্তমান অবস্থার চিত্র তুলে ধরে খন্দকার মুক্তাদির বলেন, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুসহ স্বাস্থ্যখাতের সব সূচকে সিলেট এখনো পিছিয়ে আছে। এখানে অবকাঠামোগত কিছু উন্নয়ন হলেও সেবার মান প্রত্যাশিত পর্যায়ে পৌঁছেনি। সিলেট সদর ও মহানগরের মানুষের প্রতিনিধি হিসেবে সংসদে যাওয়ার সুযোগ পেলে আমি স্বাস্থ্যখাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেব।


তিনি আরও বলেন, চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে এবং এ খাতে বাজেট বরাদ্দ বাড়াতে হবে। একইসঙ্গে স্বাস্থ্যখাতকে দুর্নীতির করাল গ্রাস থেকে মুক্ত করতে হবে।


দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট ও তরুণদের ভূমিকা নিয়ে তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। প্রতি বছর প্রায় ২২ লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করছে। তরুণরা যদি যথাযথভাবে কর্মক্ষেত্রে যুক্ত হতে না পারে, তবে দেশে স্বাভাবিক বিনিয়োগ আসবে না। স্বাধীনতার পর আমাদের সমসাময়িক অনেক দেশ যেমন— কোরিয়া ও সিঙ্গাপুর উন্নত দেশের কাতারে পৌঁছে গেছে, কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে পিছিয়ে আছি। আমাদের ভুলের সুযোগ খুব কম, সামান্য ভুল হলেই বড় অর্থনৈতিক বিপর্যয় নেমে আসতে পারে।


প্রফেসর ডা. আখতারুজ্জামানের সভাপতিত্বে ও মাউন্ট এডোরা হসপিটাল আখালিয়ার উপপরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. তানভীরুজ্জামানের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন প্রফেসর ডা. নজরুল ইসলাম, ডা. সৈয়দ মাহমুদ হাসান, ডা. রায়হান, ডা. মাহমুদুল হাসান, এ বি এম জর্জেসুর রহমান, মো. কামরুল ইসলাম ও মো. শফিকুল ইসলাম প্রমুখ।


এদিকে শনিবার দিনভর ব্যস্ত সময় পার করেছেন খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে তিনি চন্ডিপুলস্থ কুশিয়ারা কনভেনশন হলে সিলেট প্রেসক্লাবের ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠানে যোগ দেন। বিকেলে নগরীর ৬নং ওয়ার্ডে মহিলা সমাবেশে অংশ নেন। সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রাতে নগরীর ১৮নং ওয়ার্ডের ঝেরঝেরিপাড়ায় ইমাম-মুয়াজ্জিন, মাদরাসা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে টুকেরবাজারস্থ তেমুখীতে কিরাত সম্মেলনে যোগদান করেন।

এই সম্পর্কিত আরো

বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা আত্মরক্ষার্থে ৪ রাউন্ড গুলি বর্ষণ, মদ ও বাইক জব্দ

চুনারুঘাটে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

জকিগঞ্জে সরকারি ভূমি দখলের চেষ্টা সীমানা পিলার উপড়ে ফেলা ও অস্ত্র মহড়ার অভিযোগে এলাকায় উত্তেজনা

জকিগঞ্জে মাদক বিরোধী অভিযান: ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার, ব্যবসায়ী গ্রেপ্তার

ওসমান হাদী গুলিবিদ্ধ: সিলেট বিভাগের সীমান্তজুড়ে বিজিবির হাই অ্যালার্ট

খন্দকার মুক্তাদির বিএনপি ক্ষমতায় গেলে প্রসূতি মা ও দরিদ্রদের ‘স্বাস্থ্য কার্ড’ দেয়া হবে

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে সিলেট-৩ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকরের মতবিনিময়

বিশ্বনাথে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির উন্মুক্ত সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে পিআইসি গঠনে গণশুনানি