‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বনাথে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও নারী শান্তি সহায়ক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মশালা শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে বিশ্বনাথ উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ওয়েভের সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মশালাটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের এসি নাজমুল হুদা মিনা এবং এফসি কুদরত পাশা।
কর্মশালায় বক্তারা বলেন, সমাজে টেকসই শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে হলে আমাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন জরুরি। নারীর প্রতি বিদ্যমান বৈষম্য ও সহিংসতা দূর করতে জেন্ডার সচেতনতা অপরিহার্য। সংঘাতের পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সমতার ভিত্তিতে একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বক্তারা আরও বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কর্মশালায় অংশগ্রহণকারীরা সকলে মিলে শান্তি-সম্প্রীতির বিশ্বনাথ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন পিএফজি বিশ্বনাথ উপজেলা অ্যাম্বাসেডর প্রভাষক মোনায়েম খান, পিস অ্যাম্বাসেডর তজম্মুল আলী রাজু, কো-অর্ডিনেটর বদরুল ইসলাম মহসিন, সদস্য আবুল বসর মোহাম্মদ ফারুক, সিতাব আলী, জয়নাল আবেদীন, মোহাম্মদ কাওছার খান, মলয় ভট্টাচার্য, তরিকুল ইসলাম, হাসান মাহমুদ রিপন, হোসাইন আহমদ শাহিন, স্বপ্না শাহিন, এম. এ. রব, নাজমা বেগম, রাসনা বেগম, জোসনা বেগম, আশিকুর রহমান রানা, সফিক আহমদ পিয়ার, আশিক আলী, তাজুল ইসলাম, হাসিনা বেগম ও হাজেরা বেগমসহ অনেকে।