রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা - আত্মরক্ষার্থে ৪ রাউন্ড গুলি বর্ষণ, মদ ও বাইক জব্দ চুনারুঘাটে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু জকিগঞ্জে সরকারি ভূমি দখলের চেষ্টা - সীমানা পিলার উপড়ে ফেলা ও অস্ত্র মহড়ার অভিযোগে এলাকায় উত্তেজনা জকিগঞ্জে মাদক বিরোধী অভিযান: ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার, ব্যবসায়ী গ্রেপ্তার ওসমান হাদী গুলিবিদ্ধ: সিলেট বিভাগের সীমান্তজুড়ে বিজিবির হাই অ্যালার্ট খন্দকার মুক্তাদির - বিএনপি ক্ষমতায় গেলে প্রসূতি মা ও দরিদ্রদের ‘স্বাস্থ্য কার্ড’ দেয়া হবে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে সিলেট-৩ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকরের মতবিনিময় বিশ্বনাথে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির উন্মুক্ত সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিআইসি গঠনে গণশুনানি
advertisement
সিলেট বিভাগ

সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির উন্মুক্ত সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯টায় সাচনা বাজারের বটতলায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি চিত্তরঞ্জন পালের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. খুরশিদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন—সহসভাপতি রজব আলী ও মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ, সহসাধারণ সম্পাদক মানিক বণিক, সদস্য আলাউদ্দিন আলাই মিয়া, মনি লাল সরকার, স্বপন কুমার রায়, আলী আক্কাস মুরাদসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাচনা বাজার বণিক কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে একটি সুসংগঠিত ও পুরোনো ব্যবসায়ী সংগঠন হিসেবে নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে আসছে। বাজারের ব্যবসায়ীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণসহ ব্যবসা সংশ্লিষ্ট সকল সুযোগ-সুবিধা প্রদানে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভায় বাজারে ফুটপাতে দোকান বসানো প্রসঙ্গে বক্তারা জানান, বারবার নিষেধ করা সত্ত্বেও কিছু ব্যবসায়ী গলিতে দোকান বসিয়ে যানজট সৃষ্টি করছেন। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হলেও সমস্যা পুরোপুরি সমাধান হচ্ছে না। এছাড়া বাজারে নির্দিষ্ট মোটরসাইকেল ও অটো স্ট্যান্ড না থাকায় যত্রতত্র যানবাহন প্রবেশ করে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, এতে ব্যবসায়ী ও সাধারণ জনগণ চরম দুর্ভোগে পড়ছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, বাজারে কিছু পণ্য ক্রয়ের ক্ষেত্রে ইজারাদার কর্তৃক রশিদ ছাড়া অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

সভায় বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের সমস্যা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ও শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভা শেষে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় এবং বাজার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সম্পর্কিত আরো

বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা আত্মরক্ষার্থে ৪ রাউন্ড গুলি বর্ষণ, মদ ও বাইক জব্দ

চুনারুঘাটে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

জকিগঞ্জে সরকারি ভূমি দখলের চেষ্টা সীমানা পিলার উপড়ে ফেলা ও অস্ত্র মহড়ার অভিযোগে এলাকায় উত্তেজনা

জকিগঞ্জে মাদক বিরোধী অভিযান: ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার, ব্যবসায়ী গ্রেপ্তার

ওসমান হাদী গুলিবিদ্ধ: সিলেট বিভাগের সীমান্তজুড়ে বিজিবির হাই অ্যালার্ট

খন্দকার মুক্তাদির বিএনপি ক্ষমতায় গেলে প্রসূতি মা ও দরিদ্রদের ‘স্বাস্থ্য কার্ড’ দেয়া হবে

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে সিলেট-৩ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকরের মতবিনিময়

বিশ্বনাথে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির উন্মুক্ত সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে পিআইসি গঠনে গণশুনানি